
ঘনিষ্ঠ সূত্রে আরো জানা যায়, ইঞ্জিনিয়ার এসএমএইচআই ফারুক ও শামিমা
ফারুকের বড় ছেলে সামীরের সাথে পিয়ার জানাশোনা আগে থেকেই। অবশেষে বিয়ের মধ্য দিয়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের সফল পরিণতি হতে যাচ্ছে।
আগামী ১৪ জুন রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে তার গায়ে হলুদ এর অনুষ্ঠান হবে। পিয়া তার বাবা মাহমুদ হাসান চৌধুরী ও মা মাহবুবা চৌধুরীর কনিষ্ঠ মেয়ে।
বিজ্ঞাপন, র্যাম্প ও নাটকের পর সর্বপ্রথম রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবির মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন পিয়া । বর্তমানে ‘স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’ ও ‘প্রবাসীর প্রেম’ ছবির কাজ শেষ করেছেন। এছাড়া ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান ‘হলিডে প্ল্যানার’ এর উপস্থাপনা করেছেন।

News Source : banglanews24.com
No comments:
Post a Comment